আদালতে হাজির হয়ে জামিন নিলেন সোনিয়া-রাহুল
‘ন্যাশনাল হেরাল্ড’ হামলায় আদালতে উপস্থিত হয়ে জামিন নিয়েছেন কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী ও তার ছেলে কংগ্রেসর ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।
শুনানির আগে স্থানীয় সময় ২টা ৫১ মিনিটে সোনিয়া ও রাহুল পাতিয়ালা হাউজ কোর্টে এসে পৌঁছান। তাদের আগেই সেখানে উপস্থিত ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনোমহন সিং, কংগ্রেস নেতা গোলাম নবি আজাদ, আহমেদ প্যাটেল, সোনিয়ার কন্যা প্রিয়াঙ্কা গান্ধী, তার স্বামী রবার্ট ভদ্রসহ কংগ্রেস নেতারা।
সোনিয়া ও রাহুল আদালতে পৌঁছনোর এক মিনিট পরেই ২টা ৫২ মিনিটে শুনানি শুরু হয়। গান্ধী পরিবারের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী কপিল সিবাল। এ সময় বাইরে বেশ কয়েকজন আইনজীবী সোনিয়া ও রাহুলের পক্ষে স্লোগান দেন। শুনানি শেষে এক মিনিটের মধ্যেই আদালত ৫০ হাজার টাকা জামানতের বিনিময়ে দুজনের জামিন মঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানি আগামী ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। তবে পরবর্তী শুনানিতে আসামিদের আদালতে সশরীরে হাজিরা থেকে অব্যাহতির আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
মন্তব্য চালু নেই