যৌনকর্মী ভেবে পপ গায়িকাদের আটক

তারা আটজনই সুন্দরী তরুণী। পেশায় তারা সঙ্গীতশিল্পী। তবে বেশভূষা দেখে বিমানবন্দর কর্তৃপক্ষের ধারনা হলো এরা সবাই যৌনকর্মী। এই সন্দেহ থেকে তাদের আটজনকে আটক করে কর্তৃপক্ষ। বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে দক্ষিণ কোরিয়ার ‘ওহ মাই গার্ল’ ব্যান্ডের সদস্যদের এ পরিস্থিতির শিকার হতে হয়েছে।

ব্যান্ডটির এজেন্ট ডব্লিউএম এন্টারটেইমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, একটি অ্যালবামের কভারশ্যুটের জন্য যুক্তরাষ্ট্র গিয়েছিলেন ‘ওহ মাই গার্ল’ (ওএমজি) ব্যান্ড দলের আট সদস্য। লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে পৌঁছার পর তাদের পোশাক-পরিচ্ছেদ দেখে আটকে দেয় কর্তৃপক্ষ। এসময় তারা ডব্লিউএমের লোকজনের সঙ্গে ব্যান্ডটির সদস্যদের কী সম্পর্ক সে বিষয়ে প্রশ্ন শুরু করে। পরে তাদেরকে প্রায় ১৫ ঘন্টা বিমানবন্দরে আটকে রাখে কর্তৃপক্ষ।

এজেন্সিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ সম্ভবত বয়স কম দেখে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের যৌনকর্মী ভেবেছিল। এছাড়া সম্পর্কের বিষয়ে যখন তাদের প্রশ্ন করা হচ্ছিল তখন এক ব্যান্ড নিজেদের বোন বলে পরিচয় দিয়েছিল। এ কারনে কর্তৃপক্ষের সন্দেহ বেড়ে যায়।’

এ ঘটনার পর ওই ব্যন্ড দলের সদস্যরা দক্ষিণ কোরিয়া ফিরে গেছে।

প্রসঙ্গত, গত মার্চে প্রতিষ্ঠিত হওয়া ‘ওহ মাই গার্ল’ ব্যান্ডটির সদস্য সংখ্যা আট। তাদের সবার বয়স ১৬ থেকে ২১-এর মধ্যে।



মন্তব্য চালু নেই