নরেন্দ্র মোদিকে হত্যার পরিকল্পনা করেছিল লস্কর-ই- তৈয়বা

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ উচ্চপর্যায়ের কিছু নেতাদের হত্যার পরিকল্পনা করেছিল পাকিস্তানী জঙ্গি সংগঠন লস্কর-ই- তৈয়বা। গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে মোদিকে হত্যা করতে গেল মাসে অন্তত চার জন লস্কর-ই- তৈয়বার জঙ্গিসদস্য পাকিস্তান থেকে জম্মু-কাশ্মীর হয়ে ভারতে প্রবেশ করেছে এমন তথ্য গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রয়েছে।

জঙ্গিরা দিল্লীতে মোদির সমাবেশে প্যারিসের মতো বড় ধরনের আত্মঘাতী বোমা হামলা চালানোর এবং বেশ কিছু রাজনৈতিক নেতা হত্যার পরিকল্পনা করছিল। তারা মোদির গাড়িবহরে আত্মঘাতী হামলাসহ জনসমাবেশে গ্রেনেড-বোমা হামলার পরিকল্পনা করেছিল।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, লস্করের কমান্ডার আবু দুজানার সঙ্গে যোগাযোগ রেখে চার জঙ্গি ভারতে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এ খবরের জেরে দিল্লি, জম্মু-কাশ্মীরসহ বিভিন্ন স্থানে অভিযান শুরু করা হয়েছে। জম্মু থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।



মন্তব্য চালু নেই