আইএসের বিরুদ্ধে একজোট হতে প্রস্তুত রাশিয়া

ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এমনকি তুরস্কসহ অন্যান্য দেশগুলোর সঙ্গে একজোট হয়ে সমন্বিত হামলা চালাতে রাশিয়া প্রস্তুত।

বুধবার ইউরোপ ওয়ান বেতারে এক সাক্ষাৎকারে একথা বলেছেন ফ্রান্সে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দ্রে অরলভ।

তিনি বলেন, “এ ধরনের একটি জোট হওয়া সম্ভব।”

তিনি আরও বলেন, “আমাদের দিক থেকে আমরা অনেকদূর যেতে প্রস্তুত। দায়েশের (আইএস) আস্তানাগুলোতে একসঙ্গে হামলা চালানোর পরিকল্পনা করার পাশাপাশি ফ্রান্স, যুক্তরাষ্ট্র বা অন্য যে কোনো দেশের সঙ্গে একযোগে যৌথ কমান্ড প্রতিষ্ঠা করতেও প্রস্তুত আমরা।”

এমনকি এ জোটে তুরস্ক থাকলেও তাতে রাশিয়ার আপত্তি নেই বলে জানান অরলভ।

গত ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের কয়েকটি স্থানে একযোগে ভয়াবহ জঙ্গি হামলায় শতাধিক মানুষ নিহত হয়। আইএস সংশ্লিষ্ট একটি জঙ্গি দল ওই হামলার দায় স্বীকার করে।

প্যারিস হামলার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ ইসলামিক স্টেটকে ধ্বংস করতে আরও আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

মঙ্গলবার তিনি ওয়াশিংটন সফর করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য বৃহস্পতিবার তার রাশিয়া সফরে যাওয়ার কথা রয়েছে।

ওদিকে, মঙ্গলবার তুরস্ক তাদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে সিরিয়া সীমান্তে রাশিয়ার একটি বোমারু বিমান ভূপাতিত করে। এ ঘটনায় আঙ্কারা ও মস্কোর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।



মন্তব্য চালু নেই