ব্রাসেলসে জরুরি অবস্থা জারি, মেট্রোরেল বন্ধ
প্যারিস হামলার পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এবং এর আশপাশের এলাকাগুলোতে শনিবার থেকে সর্বোচ্চ জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে শহরের মেট্রো রেল।
দেশের জনগণকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা সম্পর্কে সতর্ক করে দিয়েছে বেলজিয়াম সরকার। ‘গুরুতর’ এবং ‘আসন্ন’ হামলা এড়াতে শনিবার আশঙ্কা রাজধানী ব্রাসেলসে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শহরের বাসিন্দাদের ভিড়বাট্টা যেমন শপিংসেন্টার এবং কনসার্ট বর্জন করারও আহ্বান জানান হয়েছে। এছাড়া রাজধানীর মেট্রোরেল যোগাযোগ রোববার পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলেও কম মাত্রার জরুরি অবস্থা জারি করা হয়েছে।
প্যারিস হামলার সন্দেহভাজন সন্ত্রাসীরা ব্রাসেলসে বসবাস করছিল বলে জানার পরই এই জরুরি অবস্থা জারি করল বেলজিয়াম সরকার। কারো কারো ধারণা প্যারিসে হামলা শেষে বেলজিয়াম ফিরে গেছেন হামলাকারী সালেহ আবদেস্লাম।
মন্তব্য চালু নেই