এবার হোয়াইট হাউজে হামলার হুমকি আইএসের
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হামলার হুমকি দেওয়ার পর এবার দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসে হামলা চালানোর হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় আইএস এই হুমকি দিয়েছে। খবর রয়টার্সের।
ছয় মিনিটের ভিডিওতে হোয়াইট হাউসে আত্মঘাতী বোমা ও গাড়ি বিস্ফোরণসহ প্যারিস হামলার মতো আরও হামলার হুমকি দিয়ে এ ভিডিওবার্তা প্রকাশ করা হয়। এছাড়া ফ্রান্সে আরও হামলা চালানো হুমকি দেয়া হয়।
ইরাক ও সিরিয়ার বৃহৎ অংশ দখলে রাখা আইএস ইতিমধ্যে প্যারিস হামলার দায় স্বীকার করেছে। ওই হামলায় অন্তত ১৩২ জন নিহত হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা নজরদারির ওয়েবসাইট ‘সাইট’ বলছে, ইরাকে সক্রিয় আইএসের জঙ্গিরা ভিডিওটি প্রকাশ করেছে। ভিডিওতে গত সপ্তাহে ফ্রান্সের প্যারিসে চালানো হামলার প্রশংসা করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কারবি বলেছেন, ভিডিওটির সত্যতা যাচাইয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ওই হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে প্রশাসন।
মন্তব্য চালু নেই