যে হোটেলের এক রাতের ভাড়া ৯ লাখ টাকা
মানুষ অনেক সময় বিপদে পড়লে অথবা শখ করে কোথাও বেড়াতে গেলে থাকার জায়গা না পেয়ে হোটেলে থাকে। কিন্তু হোটেলে এক রাত কাটাতে সর্বোচ্চ কত টাকা লাগতে পারে? ধারণাই যেন পাল্টে দিল মধ্যপ্রাচ্যের ধনী রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের সেন্ট রেগিস।
আমিরাতের রাজধানী দুবাইয়ের হোটেলটি সম্প্রতি নতুন মূল্য তালিকা ঘোষণা করেছে। নতুন মূল্য তালিকায় দেখা গেছে এখানে এক রাত অবস্থানকারীকে গুনতে হবে ১০ হাজার ৮৯০ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৯ লাখ টাকা। দুবাইয়ের অত্যাধুনিক হোটেলটিতে রয়েছে সব ধরনের সুবিধা।
ভেতরে ঢুকলেই মনে হবে বাদশাহী বালাখানা। চাইলেই পাওয়া যাবে সবকিছু। উন্নত মানের খাবার, সেবিকা সবই রয়েছে পর্যাপ্ত পরিমাণে। এয়ারপোর্ট থেকে সরাসরি সেন্ট রেগিসে আসা যায়। এর জন্য রয়েছে বিশাল হেলিপ্যাড।
হেলিপ্যাড থেকে নামার পর রয়েছে আড়ম্বর অভ্যর্থনার ব্যবস্থা।আছে পছন্দনীয় সব খাবার। ক্ষিধে পেলে আসার সঙ্গে সঙ্গেই কেউ খেয়ে নিতে পারবে। আর এখানে কেউ একবার প্রবেশ করলে ফিরে আসা অসম্ভব।
মন্তব্য চালু নেই