পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৪

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে মঙ্গলবার একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দেড় শতাধিক যাত্রী। তাদেরকে কোয়েটার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ডন পত্রিকা জানিয়েছে, মঙ্গলবার প্রদেশের কোয়েটা থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার সময় নয় বগির জাফর এক্সপ্রেসের ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। কোয়েটা শহর থেকে ৭৫ কিলোমিটার দূরের বোলান জেলার আব –ই-গাম এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে বেলুচিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আকবর হোসেন দুররানি ডন পত্রিকাকে জানিয়েছেন, ব্রেক ফেল হওয়ার কারণেই রেলের ওই চারটি বগি লাইন থেকে ছিটকে নিচে পড়ে যায়।
ওই দুর্ঘটনায় রেলচালক এবং তার এক সহকারিসহ মোট ১৪ জন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা আহত দেড় শতাধিকের অনেকেরই অবস্থা গুরুতর।
পাকিস্তানে রেল খাতে দুর্নীতি এবং নানা অবব্যস্থপনার কারণে প্রায়ই দুর্ঘটনা হয়ে থাকে। এর আগে গত জুলাই মাসে অন্য এক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন প্রাণ হারিয়েছিল।
মন্তব্য চালু নেই