মানুষখেকোকে পিটিয়ে মারলো গ্রামবাসী

ভারতে এক মানুষখেকো ডোরাকাটা বাঘকে পিটিয়ে মেরেছে একদল গ্রামবাসী। তবে এর আগে ওই বাঘের কামড়ে দুই ব্যক্তি আহত হয় বলে জানা গেছে। উত্তর প্রদেশের বিজনোর জেলার হালদুওয়ালা গ্রামে বুধবার সকালে এই পশু হত্যার ঘটনাটি ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।

গ্রামবাসীদের অভিযোগ ওই রয়েল বেঙ্গল টাইগারটি প্রায়ই তাদের খামারে হানা দিয়ে গবাদি পশুদের হত্যা করত। ঘটনার দিন গ্রামের এক মুরগীর খামারে ঢুকে পড়েছিল ক্ষুধার্ত বাঘটি। টের পেয়ে তাকে চারপাশ থেকে ঘিরে ধরে গ্রামের লোকজন। এরপর লাঠিসোটা দিয়ে পিটিয়ে ওই চারপেয়ে জন্তুটিকে তারা হত্যা করে।

গত কয়েক বছরে বাঘের হামলায় ওই এলাকায় শিশুসহ কমপক্ষে নয়জন মারা গেছে। নিহত বাঘটিই তাদের ঘাতক ছিল কীনা তা অবশ্য জানা যায়নি। গতমাসেও বিরজু জেলার আমানগড় এলাকার বাঘ সংরক্ষণ কেন্দ্র জিম করবেট পার্কের কাছ থেকে বাঘে খাওয়া এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।



মন্তব্য চালু নেই