লড়াই করল মোরগ, মরল মানুষ!

মেক্সিকোয় মোরগ লড়াইকে কেন্দ্র করে গোলাগুলিতে অন্ততপক্ষে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছে।

নিহতদের মধ্যে ১২ বছর বয়সি এক বালকও রয়েছে। রোববার দেশটির গোলযোগপূর্ণ মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়েররেরোর চুয়াজিনিচুইলাপা শহরে এ ঘটনা ঘটে।

ঘটনার কারণ সম্পর্কে ভিন্ন তথ্য পাওয়া গেছে। কোনো কোনো প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোরগের লড়াইকে কেন্দ্র করে বিবদমান পক্ষগুলোর মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তবে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাত ৯টার দিকে বন্দুকধারীরা সেখানে এসে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে।

মেক্সিকোর শক্তিশালী অপরাধী চক্রের সদস্যরা গুয়েররেরো প্রদেশে বেশ সক্রিয়। গত বছর এই প্রদেশেরই ইগুয়ালা শহর থেকে ৪৩ জন শিক্ষার্থী গুম হয়েছিল।

সূত্র : বিবিসি



মন্তব্য চালু নেই