বিশ্বের অন্যতম ভয়ানক এক সড়ক (ভিডিও)

ভয়ঙ্কর সড়ক বলতেই আপনার চোখে যা ভেসে ওঠে, এটা তার চেয়ে আসলেই ভিন্ন। ফ্রান্সের আটলান্টিক কোস্টে এই সড়কটি লম্বায় প্রায় চার কিলোমিটার। নদীর সমূদ্রের খুব কাছে হওয়ায় জোয়ার ভাটায় দিনে দু’বার ডুবে যায়। আর সেই সঙ্গে রাস্তায় উঠে আসে বিপত্তি। পলি উঠে এসে সড়ককে করে তোলে নারকীয়।

1_2

অবশ্য পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পরিচ্ছন্নকর্মীরা ছুটে আসেন অল্প সময়ের মধ্যেই তা পরিষ্কার করে ফেলেন। কিন্তু তারপর বিপদ কেটে যায় না। পিচ্ছিল হয়ে থাকে। তাই গাড়ি চালানোর ক্ষেত্রে থাকতে হয় একেবারেই সতর্কবস্থায়।

আর রোমাঞ্চপ্রিয় মানুষেরা গাড়ি নিয়ে এখানে আসেন রোমাঞ্চের সন্ধানে।

1_3

দেখতে পারেন ভিডিওতে :



মন্তব্য চালু নেই