যুক্তরাষ্ট্রে পুতিনের প্রাক্তন সহযোগীর মৃতদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রের একটি হোটেল থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক প্রাক্তন সহযোগীর লাশ পাওয়া গেছে।
মিখাইল লেসিন (৫৭) রাশিয়ার প্রাক্তন তথ্যমন্ত্রী। তিনি রাশিয়ার শক্তিশালী গণমাধ্যম সংস্থা গ্যাজপ্রম-মিডিয়া হোল্ডিং গ্রপের প্রাক্তন প্রধান ছিলেন।
লেসিনের পরিবার জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন ডিসির হোটেল দ্যুপন্টে লেসিনের লাশ পাওয়া যায়।
রাশিয়ার সংবাদ সংস্থা রিয়া-নভস্তি জানিয়েছে, লেসিন স্ত্রী ছাড়াও এক সন্তান ও এক কন্যা রেখে গেছেন ।
যুক্তরাষ্ট্রের পুলিশ লেসিনের মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।
লেসিন মন্ত্রী থাকার পাশাপাশি ২০০৪-২০০৯ পর্যন্ত পুতিনের গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ছিলেন। এসময় তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাশিয়ায় টেলিভিশন চ্যানেল ‘রাশিয়া টুডের’ (আরটি) সৃষ্টি হয়।
অবসরে যাওয়ার পর গত বছর থেকে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন লেসিন। লেসিনের সম্পদ ‘অস্বাভাবিকভাবে বাড়ছে’ দাবি করে ওই সময় মিসিসিপির সিনেটর রজার উইকার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে তদন্তের আহ্বান জানিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টকে লেখা এক চিঠিতে উইকার বলেছিলেন, লেসিন অবসরে যাওয়ার পর লস অ্যাঞ্জেলসে ২৮ মিলিয়ন ডলারে তার পরিবারের জন্য সম্পত্তি কিনেছেন।
এসবের পেছনে ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে’ এমন ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি।
মন্তব্য চালু নেই