তাজমহলের সামনে মুগ্ধ, বিস্মিত, অভিভূত জাকারবার্গ
সামনে তাজমহল। সামনে বসে পড়েছেন। অবাক বিস্ময়ে নির্নিমেষ চেয়ে থেকে ফেসবুক স্রষ্টা ঘোষণা দিচ্ছেন ‘আমি এখন ভারতে’ । তিনি লিখেছেন তার প্রোফাইলে, ‘আর আমি সবসময়ই এই তাজমহল দেখতে চাই। এটা সেই স্থাপত্য যা আমার ভেতর থেকে অদ্ভুত প্রত্যাশা তৈরি করে, আমি উন্মুখ হয়ে থাকি।
জাকারবার্গ আজ ভারতে এসেছেন। আজ এবং কাল তাঁর দুটি বিশেষ অফিসিয়াল কাজে যোগদান করবেন বলেও জানিয়েছেন।
তাজমহল সম্পর্কে মুগ্ধতা জানিয়ে জাকারবার্গ লিখেছেন, এটা মানুষের তৈরি সত্যিই অবর্ণনীয় স্থাপত্য। ভালোবাসাই শুধু পারে এটা তৈরি করতে। আর এই সৃষ্টিই ভালোবাসা সৃষ্টিতে ভূমিকা রেখে যায়।
মন্তব্য চালু নেই