জেনে নিন, মোঘল সম্রাটের বংশধররা বর্তমানে কে কোথায় আছেন?
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2015/10/somrat.jpg)
ছবিতে যাদের দেখছেন তারা শেষ (১৭তম) মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর এর নাতির ঘরে ছেলের পরিবার । তারা কলকাতার বস্তিবাসী ।
যে ৬ জন মুঘল সম্রাট সবচেয়ে পরিচিত বাবর, হুমায়ুন, আকবর দ্যা গ্রেট, জাহাঙ্গীর, শাহজাহান, এবং আউরঙ্গজেব তারা ১৫২৬-১৭০৭ পর্যন্ত ভারত শাসন করেছেন এবং রাজ্য বিস্তার করেছিলেন । এর মধ্যে আকবর এবং আউরঙ্গজেব সবচেয়ে দীর্ঘ সময় শাসন করেন – প্রত্যেকে ৪৯ বছর করে । সম্রাট শাহজাহান বিখ্যাত তার তাজমহলের জন্য – তিনি ছিলেন বিবির জন্য নিবেদিত প্রাণ সম্রাট । কারণ বোধহয় তার পিতা সম্রাট জাহাঙ্গীর – জাহাঙ্গীর সাহেবের ২২ জন বিবি ছিলেন যাদের উল্লেখ আছে নথিপত্রে । উল্লেখ ছাড়া আরো থাকতে পারে।
এই বিখ্যাত ছয় জনের পরে যে এগারজন মুঘল সম্রাট ভারতবর্ষ শাসন করেছিলেন (১৭০৭ – ১৮৫৭) তাদের অধিকাংশেরই পোড়া কপাল – বিলাতিদের সামাল দিতে হয়েছে । শেষমেষ ১৮৫৭ সালে বাহাদুর শাহ জাফরে এসে মুঘল সম্রাজ্য শেষ নিঃশ্বাস ত্যাগ করে ।
আল্লাহর দুনিয়া কি বিচিত্র ! যে আকবরকে বলা হতো “আকবর দ্যা গ্রেট”, যে সম্রাট শাহজাহান বিশবছর ধরে তাজমহল বানালেন শ্বেতপাথর আর হীরা-জহরত দিয়ে, তাদের বংশধররা আজ বস্তিবাসী ।
আকবর দ্যা গ্রেট আর সম্রাট শাহজাহানের এক বিন্দু ক্ষমতাও কি আছে যে কবর থেকে উঠে এসে তাদের বস্তিবাসী বংশধরদের একটু সাহায্য করবে?
মানুষ অতি অসহায় – জীবিত এবং মৃত দুই অবস্থায়ই – কেউ বোঝে, কেউ না বুঝে ক্ষমতার প্রতাপ দেখায় । আল্লাহ চাইলে অবশ্যই তার সমস্ত ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন – তিনি কেবল কিছুদিনের অবকাশ দেন মাত্র।
সূত্র: ডেইলি মেইল
মন্তব্য চালু নেই