মদে খেয়ে বেহুঁশ মা, তিন বছরের শিশুই চালালো ট্রাক!
মদের নেশায় বেসামাল তালোয়া ফস্টার। ট্রাকের চালকের আসন থেকে ছিটকে পড়েছেন রাস্তায়। তালোয়া ছিটকে পড়লেও গাড়িটি বহাল তবিয়তে। সেটি আবার সম্ভব হয়েছে তার তিন বছর বয়সী সন্তানের কারিশমাতে! আশ্চর্য হওয়ার মতো এই ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমারে।
তালোয়া দুই সন্তানের মা। যমজ সন্তানকে সঙ্গে নিয়ে চার লেনের রাস্তায় পিক-আপ ট্রাক চালাচ্ছিলেন তিনি। কিন্তু মদের নেশা তাকে বেসামাল করে ফেলে। বেসামাল তালোয়ার এক সময় স্টিয়ারিং থেকে ছিটকে পড়ে যান। বেসামাল হয়ে তিনি ছিটকে পড়লেও তালোয়ার তিন বছর বয়সী দু’ছেলেই তখন গাড়িতে।
মাকে পড়ে যেতে দেখে পাশে বসে থাকা ছেলে সিট বেল্ট থেকে নিমেষে মুক্ত করে নিজেকে। বিস্ময়করভাবে সে স্টিয়ারিং ধরে গাড়িটাকে রাস্তার ধারে নিয়ে যায়। ডিভাইডারে আলতো ধাক্কা খেয়ে থেমে যায় গাড়ি। বাকিটা সামলে নেয় কর্তব্যরত ট্রাফিক পুলিশ।
ঘটনার পর তালোয়া ফস্টারের নামে শিশুর জীবন বিপন্ন করার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করেছে পুলিশ।
তবে, ব্যস্ত রাস্তায় তিন বছরের শিশু বিপদের সময় যেভাবে স্টিয়ারিং সামলেছে, তা দেখে হতবাক পুলিশের কর্মকর্তারাও।
মন্তব্য চালু নেই