৪০ বছর পর ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে গণ্ডার শাবক

ব্রিটেনে এখন খুশির দিন। তবে এ খুশি রাজপরিবারের কোন নতুন সদস্যর জন্মের জন্য নয়, বরং ব্রিটিশ ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে গণ্ডার শাবকের জন্মের জন্য।

কেননা প্রায় ৪০ বছর পর ব্রিটিশ ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে গণ্ডার শাবকের জন্ম হয়েছে।

আর কেনই বা খুশি হবে না, এই বিরল প্রজাতির গণ্ডার শাবক তাদের অস্ত্বিতের সঙ্কটেও জানান দিচ্ছে ‘দ্যাখো মামি, বাড়ছি আমি।’



মন্তব্য চালু নেই