পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় ৬ বিদ্রোহী নিহত
পাকিস্তানের আফগান সীমান্তে মার্কিন ড্রোন (চালকবিহীন বিমান) হামলায় সন্দেহভাজন ৬ বিদ্রোহী নিহত হয়েছে। শুক্রবার ওই হামলা চালানো হয়। খবর দ্য ডনের।
পাকিস্তানী নিরাপত্তাবাহিনীর বরাত দিয়ে খবরে বলা হয়েছে, আফগানিস্তানের নাঙ্গার প্রদেশের নাজিয়ান জেলার সীমান্তে বিদ্রোহীদের একটি ঘাঁটি লক্ষ্য করে মার্কিন ড্রোন হামলা চালানো হয়। এতে ছয়জন নিহত ছাড়াও ঘাঁটিটি পুরোপুরিভাবে ধ্বংস হয়।
খবরে বলা হয়েছে, নিহতরা ইসলামিক স্টেটের আফগান শাখার সদস্য।
মন্তব্য চালু নেই