ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২

ফ্রান্সে বাস-ট্রাক সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে ৪২ জন। দেশটির লিবোর্নি শহরে একটি যাত্রীবাহী বাস ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে আগুন ধরে যায় এবং এতে এই হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবার সকালের এই সংঘর্ষে ট্রাক চালকও নিহত হয়েছেন।

বাস যাত্রীদের মধ্যে আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ওই বাসের মাত্র তিনজন অক্ষত আছেন।

ফরাসি গণমাধ্যম জানিয়েছে, বাসটির অধিকাংশ যাত্রী ছিলেন বয়স্ক লোক। তারা আনন্দ ভ্রমণে বের হয়েছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয় উদ্ধারকর্মীরা ছুটে আসেন এবং উদ্ধার তৎপরতা শুরু করেন।

১৯৮১ সালের পর ফ্রান্সে এই সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, ফ্রান্স শোকাচ্ছন্ন। এই দুর্ঘটনায় আমরা সবাই শোকাহত ও দুঃখ ভারাক্রান্ত।’

তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন।



মন্তব্য চালু নেই