এবার ইসরায়েলে বাসস্টেশনে হামলা
এবার ইসরায়েলের বাসস্টেশনে হামলা চালিয়ে এক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশটির দাবি, ফিলিস্তিনিরা এই হামলা চালিয়েছে।
আলজাজিরা অনলাইনের এক খবরে সোমবার এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বারসেবা শহরে একটি বাসস্টেশনে রোববার রাতে এই হামলা চালানো হয়। জবাবে ওপেন ফায়ার শুরু করে পুলিশ। তাদের পাল্টা হামলায় ঘটনাস্থলে এক ফিলিস্তিনি নিহত হন এবং ইরিত্রিয়ার এক নাগরিক আহত হন।
ইসরায়েলি পুলিশের দাবি, গুলিতে যে ফিলিস্তিনি নিহত হয়েছেন, তিনি হামলায় জড়িত ছিলেন। তবে ইরিত্রিয়ার নাগরিকের আহত হওয়ার ঘটনাকে তারা ‘ভুল’ টার্গেট বলেছে।
হামলাকারী এক সেনার ওপর হামলা করে তার অস্ত্র কেড়ে নেয়। ছুরিকাঘাতে তাকে আহত করে বাসস্টেশনে থাকা লোকজনের দিকে গুলি ছুড়তে থাকে। হাসপাতালে ওই সেনার মৃত্যু হয়।
এই ঘটনা নিয়ে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা ভিন্ন ভিন্ন ভিডিও প্রকাশ করেছে।
মন্তব্য চালু নেই