ইরানে মহররমের অনুষ্ঠানে হামলা, নিহত ২
ইরানে শুক্রবার রাতে আসন্ন মহররম উপলক্ষে আয়োজিত শিয়া সম্প্রদায়ের এক ধর্মীয় অনুষ্ঠানে গুলি চালায় দুই বন্দুধারী। হামলায় দুইজন নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন। মাত্র কয়েক ঘণ্টা আগেই সৌদি আরবে শিয়াদের ওপর অনুরূপ এক হামলায় পাঁচ জন প্রাণ হারিয়েছিলেন।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ইরানের এ হামলার দায় স্বীকার করেনি বলে ‘দা ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকা জানিয়েছে। তবে সৌদিতে শুক্রবারের ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট এক সুন্নি চরমপন্থি গোষ্ঠী।
শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে আশুরা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হামলা চালায় দুই বন্দুকধারী। হামলায় হুসেইন করিমি ইয়েগানেহ(২৮) এবং বাহমান রেজাই২৫() নামের দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। তবে তাদের আঘাত তেমন মারাত্মক নয়।
শিয়া সম্প্রদায়ের উল্লেখযোগ্য ধর্মীয় অনুষ্ঠান আশুরার দিন কয়েক আগে ইরান ও সৌদি আরবে পরপর এ দুটি হামলার ঘটনা ঘটল।
মন্তব্য চালু নেই