এগিয়ে আসছে গ্রহাণু ৮৬৬৬৬ : নাসা
বিশালাকার এক গ্রহাণু এগিয়ে আসছে পৃথিবীর দিকে। এই তথ্য জানাল নাসা। প্রচণ্ড গতিবেগ নিয়েই ধেয়ে আসছে। কিন্তু, পৃথিবীর একেবারে কাছ ঘেঁসে বেরিয়ে যাবে সেটি। গ্রহাণুটির চেহারা ঠিক কেমন জানা না থাকলেও অন্তত ১.৬ মাইল চওড়া হবে বলে জানিয়েছেন নাসার গবেষকরা। রবিবারই যে পৃথিবীর কাছ দিয়ে বেরিয়ে যাবে এটি সেটা নিশ্চিত করেছেন তাঁরা।
এর আগে গত সপ্তাহেই এরকমই একটি গ্রহাণুতে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার গুজব রটেছিল। কিন্তু সেটা হয়নি। এমনকী ব্লাড মুন বা সুপারমুনের সঙ্গেও পৃথিবী ধ্বংসের কোনও সম্পর্ক রয়েছে এমন বার্তাও দিয়েছিলেন অনেকেই।
যে গ্রহাণুটি এগিয়ে আসছে বিজ্ঞানীরা তার নম্বর দিয়েছেন ৮৬৬৬৬। পৃথিবীর কোনও ক্ষয়ক্ষতি হবে না বলেও জানানো হয়েছে। সেপ্টেম্বর মাসের শুরু থেকেই পৃথিবী ও ও এই গ্রহাণুটির কক্ষপথ মিলতে শুরু করে। অবশেষে এটি ঢুকে পড়ে পৃথিবীর কক্ষপথে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এরা পরস্পরের থেকে দূরে সরে যাবে।
সূত্র: কলকাতা
মন্তব্য চালু নেই