ছাত্রীকে গরম ইস্ত্রির ওপর বসিয়ে শাস্তি দিল শিক্ষক

বিশ্ব কন্যাশিশু দিবসের একদিন পার না হতেই এক কন্যাশিশুর প্রতি নির্মমতার উদাহরণ তৈরি করল ভারতের অন্ধ্র প্রদেশ। কিন্ডারগার্টেনের খুদে শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ওপর বসিয়ে শাস্তি দিল তারই স্কুলের শিক্ষক। এই নির্মম ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায়। খবর এবিপি আনন্দর।

খবরে বলা হয়, ওই স্কুলে শিশুকন্যাদের প্রতি এমন নির্যাতনের আরো অনেক ঘটনা ঘটেছে। অনেককেই শিক্ষকের নির্মমতার শিকার হতে হয়েছে। এর মধ্যে রয়েছে- কখনও স্কেলের ঘা, কখনও নিল ডাউন করে রাখা বা লোহার রডের ছ্যাঁকা। বিভিন্ন ঘটনাই মাঝে মাঝে প্রকাশ্যে এসেছে। আর এবার শিক্ষকের অমানবিকতা আগের চেয়েও ছাড়িয়ে গেল। গরম ইস্ত্রির ওপরই বসিয়ে দিল ক্ষুব্ধ স্কুলশিক্ষক।

ছোট্ট একরত্তি এই মেয়েটির অপরাধ, সে সামান্য একটু কথার অবাধ্য হয়েছিল। তাই তাকে শিক্ষা দিতে এই কঠিন শাস্তিকেই বেছে নেয় নিষ্ঠুর স্কুলশিক্ষক। মেয়েটির পিছনের অনেকটা অংশ পুড়ে গেছে।

এবারের ঘটনাটি এলাকাতেও বেশ তোলপাড় হচ্ছে। তাই শিশু সুরক্ষা কমিশন সেখানকার জেলা কালেক্টর ও পুলিশের এসপির কাছে এই ঘটনার বিস্তারিত জানতে চেয়ে নোটিস পাঠিয়েছে।



মন্তব্য চালু নেই