কাবুলে ব্রিটিশ কপ্টার বিধ্বস্ত, নিহত ৫
আফগানিস্তানে ন্যাটো মিশনের সহয়তায় নিয়োজিত একটি ব্রিটিশ সামরিক হেলিকপ্টার কাবুলে বিধ্বস্ত হয়েছে। ওই ঘটনায় দুই ব্রিটিশ সেনাসহ পাঁচ জন নিহত এবং আরো পাঁচ জন আহত হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
সোমবার ন্যাটো কর্মকর্তারা রয়র্টার্সকে জানিয়েছেন, রোববার বিকেলে রাজধানী কাবুলে ন্যাটোর রেজুলুট সাপোর্ট মিশনের সদরদপ্তরে অবতরণের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে ন্যাটোর পাঁচ সেনা নিহত এবং আরো পাঁচ সেনা আহত হয়। নিহতদের মধ্যে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর দুই সদস্যও রয়েছেন। তবে বাকি তিনজনের পরিচয় জানা যায়নি। এছাড়া আহতরা কোন দেশের নাগরিক সে বিষয়েও কিছু উল্লেখ করেনি ন্যাটো।
তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তাদের পুমা এমকে টু হেলিকপ্টারটি ঘাঁটিতে নামার সময় বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর দুই সেনা। তবে তারা ন্যাটো বাহিনীর হতাহতের কথা উল্লেখ করেনি। ওই বিবৃতিতে একে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে ব্রিটিশ প্রতিরক্ষা বিভাগ। তারা ইতিমধ্যে এ ঘটনার ওপর তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছে।
আফগানিস্তানে ন্যাটো মিশন শেষ হলেও দেশটিতে এখনো প্রায় ১২ হাজার ন্যাটো সেনা রয়ে গেছে। এদের অধিকাংশই মার্কিন সেনা। আফগান নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ দেওয়ার জন্যই তারা সেখানে অবস্থান করছে।
এর আগে রোববার সকালে কাবুলে ন্যাটোর এক গাড়িবহরে তালেবান হামলায় সাতজন প্রাণ হারিয়েছিলেন।
মন্তব্য চালু নেই