দেবকে দেখতে গিয়ে মৃত্যুশয্যায়, সুস্থ করতে কিডনি বেচতে চান মা
কলকাতা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক দীপক অধিকারী দেব। এপার ওপার বাংলায় যার ভক্তের অভাব নেই। তেমনই এক পাগল ভক্ত ক্লাস সেভেনের বিমলা সরকার। লোকসভা নির্বাচনের প্রচারে দেব যখন নিজ নির্বাচনী এলাকায় যান, তখন তাকে একবার দেখার জন্য সাইকেল চালিয়ে ছুটে গিয়েছিল সে। কিন্তু পরিণতি হলো ভয়ঙ্কর।
ওইদিন সাইকেল ও বাইকের সংঘর্ষে মেরুদণ্ড চিড় ধরে বিমলার। আজও সুস্থ হয়ে উঠতে পারেনি। তাই মেয়ের চিকিৎসার জন্য এবার নিজের কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন বিমলার মা আরতি দেবী।
জলপাইগুড়ি রাজগঞ্জের বেলাকোবায় বিমলাদের এক দরিদ্র পরিবার। সংসার ছেড়ে চলে গিয়েছেন বিমলার বাবা। আর মা আরতি দেবী দিনমজুরি করে কোনোরকমে সংসার চালান। এই অবস্থায় মেয়ের চিকিৎসার খরচ চালাতে দিশেহারা তিনি।
জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রকাশ মৃধা জানান, কিডনি বেচে মেয়ের চিকিৎসা করানোর ইচ্ছাপ্রকাশ করেছেন এক দরিদ্র নারী এমন খবর সংবাদমাধ্যম থেকে পেয়েছেন। ওই নারী তার মেয়েকে রাজগঞ্জ হাসপাতালে চিকিৎসা করানোর পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করিয়েছেন।
এখন কিডনি বিক্রি করে মেয়েকে চিকিৎসা করানোর বিষয়টি খুবই দুঃখজনক।
মন্তব্য চালু নেই