সিরিয়ায় ফরাসি হামলায় ৩০ জঙ্গি নিহত
সিরিয়ার পূর্বাঞ্চলে সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের একটি প্রশিক্ষণ শিবির ধ্বংস হয়েছে। এছাড়া ওই হামলায় কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছে বলেও জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটসের প্রধান রামি আবদেল রহিম বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, জোটের হামলায় আইএসের কমপক্ষে ৩০ জন তরুণ যোদ্ধা প্রাণ হারিয়েছেন যারা ‘খিলাফতের শাবক’ হিসেবে পরিচিত ছিলেন। নিহতদের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বহু আইএস যোদ্ধা।
আবদেল রহিম ধারণা করছেন, ফরাসি যুদ্ধবিমান থেকে সিরিয়ায় ওই হামলা চালানো হয়েছিল। আইএসের এসব তরুণ যোদ্ধারা সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করে থাকে।
গত রোববার সিরিয়ায় আইএসের বিরুদ্ধে নিজেদের প্রথম বিমান হামলার কথা স্বীকার করে বিবৃতি দিয়েছে ফ্রান্স। ওই বিবৃতিতে আরো বলা হয়েছিল, সিরিয়ার বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং ফ্রান্সের স্বার্থ রক্ষায় তারা দেশটির পূর্বাঞ্চলীয় এক প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়েছে।
এর আগে মার্কিন নেতৃত্বাধীন জোটের অন্যতম দেশ হিসেবে কেবলমাত্র ইরাক হামলায় অংশ নিয়েছিল ফ্রান্স। তারা এ পর্যন্ত জোটের মাত্র তিন ভাগ হামলায় অংশ নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
মন্তব্য চালু নেই