সৌদি যুবরাজের কাণ্ড!
সৌদি যুবরাজ প্রিন্স মজিদ আবদুল আজিজ আল সৌদকে বুধবার যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলস শহর থেকে আটক করা হয়েছে। এক নারী গৃহকর্মীর ওপর যৌন নিপীড়ন চালানোর অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, ২৮ বছর বয়সী ওই যু্বরাজ বেভারলি হিলসের এক নারী কর্মীকে ওরাল সেক্সে বাধ্য করছিলেন। পরে খবর পেয়ে বুধবার ওই বাড়িতে অভিযান চালায় পুলিস। তারা অসহায় নারীটিকে উদ্ধার করে। এসময় সৌদি যুবরাজ মজিদকেও গ্রেপ্তার করা হয়। তবে ৩ লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে বৃহস্পতিবার তিনি জামিন পান। আগামী ১৯ অক্টোবর তাকে আদালতে তোলার কথা রয়েছে। তবে সৌদি দূতাবাসের পক্ষ থেকে এখনও এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
লস এঞ্জেলসের অন্যতম বিলাসবহুল এই বাড়িটি গতবছর থেকে বিদেশিদের ভাড়া দেওয়া হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে এই বাড়িটিতেই ছিলেন যুক্তরাষ্ট্র ভ্রমণে আসা ওই সৌদি যুবরাজ।
মন্তব্য চালু নেই