এবার আল্লাহ্ লেখা কুরবানির ষাড়ের দাম উঠল ৩০ লাখ টাকা!
পাকিস্তানের বিখ্যাত অনলাইনে কেনা কাটার ওয়েবসাইট OLX এ কুরবানির একটি ষাঁড় বিক্রিয় এর বিজ্ঞাপন দেয়া হয়েছে। ষাঁড়টির শরীরের দুই পাশেই আল্লাহ ও মোহাম্মাদ লেখা,যেই কারনে ষাঁড়টির দাম হাকা হয়েছে ৩০ লাখ টাকা। বিজ্ঞাপনটি দিয়েছেন ফাযল নামে এক বাক্তি, কেউ কিনতে আগ্রহি হলে তাঁর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
মন্তব্য চালু নেই