হজের আগে মক্কায় এক পরিবারের ৮ জনের মৃত্যু
পবিত্র হজের উদ্দেশ্যে ইয়েমেন থেকে মক্কায় পাড়ি দিয়েছিল একটি পরিবারের আট সদস্য। কিন্তু হজ পালনের আগেই মৃত্যু হয়েছে সবার।
ওই পরিবারটি যে গাড়িতে করে রওয়ানা দিয়েছিলেন ওই গাড়ির এয়ার কন্ডিশনের ত্রুটির কারণে গাড়িতে ধোঁয়া ছড়িয়ে পড়ায় দম বন্ধ হয়ে গাড়ির মধ্যে থাকা পরিবারটির সব সদস্যর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সবক ইলেক্ট্রনিক পত্রিকা।
ওই দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তা কর্মীরা। নিরাপত্তা বাহিনী এবং অ্যাম্বেুলেন্স ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করেছেন বলে জানা গেছে। তাদের গাড়িটি মক্কার একটি বাণিজ্যিক ভবনের সামনে পার্কিং করা ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সবক জানিয়েছে, রোববার সন্ধ্যায় পার্কিং করা একটি গাড়ির মধ্যে আট জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তারা ইয়েমেনের দক্ষিঞ্চলীয় এলাকা থেকে এসেছেন।
সূত্র জানিয়েছে, সবার মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে।
মন্তব্য চালু নেই