কাবা শরিফে নতুন গিলাফ

কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হয়েছে। বুধবার পবিত্র হজের দিন কাবা শরিফে নতুন গিলাফ লাগানো হয়। প্রতিবছর জিলহজ মাসের ৯ তারিখে এই গিলাফ পরিবর্তন করা হয়ে থাকে।

এই দিন হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করায় কাবা শরিফে অন্যদিনের তুলনায় লোক অনেক কম থাকে। কাবা শরিফে নতুন গিলাফ লাগিয়ে পুরোনো গিলাফটি খুলে রাখা হয় এবং তা কেটে টুকরা করে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের উপহার হিসেবে প্রেরণ করা হয়।

নতুন গিলাফটি তৈরি করতে ১২০ কেজি সোনা, ৭০০ কেজি রেশম, ২৫ কেজি রুপা লেগেছে। এর দৈর্ঘ্য ১৪ মিটার এবং প্রস্থ ৪৪ মিটার। গিলাফটির সেলাই কাজে অংশ নেন দেড় শতাধিক দর্জি।



মন্তব্য চালু নেই