ফিলিস্তিনি তরুণীকে গুলি করে হত্যা
এক ফিলিস্তিনি তরুণীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার পশ্চিম তীরের হেবরন শহরের কাছাকাছি একটি চেকপোস্টে এ ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাদের দাবি, ওই তরুণী তাদের ওপর ছুরি দিয়ে হামলা চালানোর চেষ্টা করছিল।
নিহত হাদিল সালাহ আল হাশলামুন (১৯) বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এক সেনাসদস্যের ওপর ছুরি দিয়ে হামলার চেষ্টা করছিল হাশলামুন। এ সময় সেনারা তার পা লক্ষ্য করে গুলি করে। পরে দেখা যায় তার বুকেও গুলিবিদ্ধ হয়েছে। তবে যে সেনার ওপর হাশলামুন হামলা চালিয়েছেন, সে আহত হয়নি।
সেনাবাহিনী জানিয়েছে, আহত হাশলামুনকে ইসরায়েলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
পালমিডিয়া নামে একটি বার্তা সংস্থা প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি সেনারা গুলি করে হাশলামুনকে ফেলে রেখেছে। প্রায় আধা ঘণ্টা রক্তক্ষরণের পর তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে তার দেহের সব রক্ত ঝরে গেছে এবং হাসপাতালে তার মৃত্যু হয়।
মন্তব্য চালু নেই