শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগীতা প্রদান

শেরপুরের ঝিনাইগাতী নবকলি প্রকল্প, এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্দ্যেগে ১০জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সহযোগীতা প্রদান করা হয়। ব্যবসায়ীক সহযোগীতা গুলোর মধ্যে ছিল- ১২০কেজি চাউল, ১২ কেজি চিনি, ১৯২টি সাবান, ৩০লিটার সয়াবিন তৈল, ১০০গজ পোশাক তৈরীর কাপড়, ৮ কেজি আলু, ৪০কেজি পিয়াজ, ২০কেজি রসুন, ২০কেজিলবন প্রদান করা হয়। নির্বাচিতপ্রকল্প এলাকায় বসবাসরত ক্ষুদ্র ব্যবষায়ীদের স্বাবলম্বী ও অর্থনৈতিক ভাবে উন্নয়ন করাই এ কর্মসূচীর লক্ষ্য। পন্য প্রদানের পূর্বে সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য ক্ষুদ্র ব্যবসার উপর ২দিনের প্রশিক্ষন প্রদান করা হয়। বিতরন অনুষ্ঠানে নবকলী প্রকল্পের কৃষিবিদ আব্দুর রউফ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্দেশে আব্দুর রউফ সততা, ন্যায় নিষ্ঠা ও ব্যবসার হিসাব নিকাশ দক্ষতার সাথে রক্ষনাবেক্ষনের পরামর্শ দেন।



মন্তব্য চালু নেই