১৮৩ বছর বয়সে বিশ্ব রেকর্ড গড়ল প্রাণীজগতের সবচেয়ে বেশি বয়সী কচ্ছপ!

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী কচ্ছপের বয়স ১৮৩। আর এ কারণে এই প্রাণীটি স্থলে থাকা সমগ্র প্রাণীজগতের মাঝেই বয়োজ্যেষ্ঠ। আনুমানিক ১৮৩২ সালে জন্ম নেয়া কচ্ছপটির একটি ছবিও তোলা হয় ১৯০২ সালে।

সেসময়ই একটি প্রাপ্তবয়স্ক কচ্ছপ ছিলো জোনাথান। অর্থাৎ তখন তার বয়স অন্তত ৫০ বছর ছিলো। তারও শতবর্ষ পরে এখনো বেশ সুস্থ কচ্ছপটি। বর্তমানে সেন্ট হেলেনা নামে একটি ব্রিটিশ দ্বীপে বসবাস করছে জোনাথান। কিন্তু এখানে সে কিভাবে এলো সে তথ্য এখনো অজানা।

qq1lb-tortoise-1900-2

সেখানে ব্রিটিশ গভর্নরের প্ল্যানট্যাশন বাড়িতে রয়েছে কচ্ছপটি। জো হলিস নামে এক গাইড বলেন, ‘কচ্ছপটি এখন প্রায় দেখতে পায় না বললেই চলে, এছাড়া তার কোনো ঘ্রাণশক্তিও নেই। তবে তার শ্রবণশক্তি প্রখর।’

the-oldest-living-tortoise-in-the-world-photographed-in-1902-and-today-62651

তবে এখনো খেলাধূলা করতে পছন্দ করে জোনাথন। কলা ও গাজর তার প্রিয় খাবার। বয়সের কারণে নিজের খাবার নিজে সংগ্রহ করতে না পারায় হলিস তার জন্য খাবার ব্যবস্থা করে।



মন্তব্য চালু নেই