শাহজালালে ২ কেজি সোনাসহ আটক ২

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কেজি সোনাসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটক করা ব্যক্তিরা হলেন আবু ইউসূফ আলী (৩১) ও মাসুদ মিয়া (৩৮)।

বৃহস্পতিবার রাত ২টার দিকে এপিবিএন এর সদস্যরা তাদের আটক করে।

এপিবিএন এর এএসপি তানজিনা আক্তার জানান, রাতে দুবাই থেকে ছেড়ে আসা এয়ার এশিয়ার একে ৭১ নম্বর ফ্লাইটে করে শাহজালাল বিমানবন্দরে নামেন ওই দুই ব্যক্তি। বের হওয়ার সময় তাদের তল্লাশি করা হয়। এ সময় ইউসূফের ব্যাগ থেকে ৯টি ও মাসুদের কাছ থেকে ১২টি মোট ২১টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ১০০ গ্রাম। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজার মূল্য ৯৫ লাখ টাকা।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।



মন্তব্য চালু নেই