পুলিশের কাঁধে সংসদ সদস্য

এক পুলিশ কনস্টেবলের কাঁধে চড়ে পানির পথ পাড়ি দিয়েছেন জম্মু ও কাশ্মীরের বিজেপির এক সংসদ সদস্য। সম্প্রতি ভারতে ইন্টারনেটের মাধ্যমে এ ধরনের একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। খবর এনডিটিভির।

চাম্ব বিধানসভার সদস্য কৃষাণ লাল সম্প্রতি তার ব্যক্তিগত নিরাপত্তা অফিসারের (পিএসও) কাঁধে চড়ে ছোট নদী পাড়ি দেন।

এ ব্যাপারে কৃষাণ লালকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এটা ক্ষমতার অপব্যবহার নয়। সরকার আমাকে সাহায্য করার জন্যই পিএসও নিয়োগ দিয়েছে। যদি সে আমাকে ছোট নদী পার হতে সাহায্য করে তাতে সমস্যা কোথায়।’

তিনি আরও বলেন, ‘এটা বাধ্যগত শ্রম নয়। আমরা যখন ছোট নদী পার হচ্ছিলাম তখন সে নিজ ইচ্ছায় আমাকে তার কাঁধে বহন করে। আমরা একে অপরকে সাহায্য করার জন্য রয়েছি। আমরা উভয়েই জনগণের কর্মচারী।’

বিধানসভার সদস্য হওয়ার আগে ওই এলাকায় বেশ কয়েক বছর ধরে চিকিৎসক হিসেবে কাজ করেন কৃষাণ। সে সময় তিনি হেঁটেই ছোট নদীটি পাড়ি দিতেন।



মন্তব্য চালু নেই