ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত রাস্তায় নয়, নিজ নিজ ক্যাম্পাসে ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
শুক্রবার রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
শুক্র ও শনিবার অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে শনিবারের মধ্যে ভ্যাট প্রত্যাহার না করলে রোববার থেকে ফের কঠোর অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
তাদের এ কর্মসূচির সঙ্গে একমত প্রকাশ করেছে- স্ট্যামফোর্ড, এশিয়া প্যাসিফিক, স্টেট, ইউল্যাব, ইউআইইউ ও ড্যাফোডিল ইউনিভার্সিটি।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্বেগ প্রকাশ করেছেন, সেটাকে ধন্যবাদ জানিয়েছেন। তবে ‘শিক্ষার্থীরা ভ্যাট দেবে না, ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ’প্রধানমন্ত্রীর এমন বক্তব্য শ্রদ্ধার সঙ্গে প্রত্যাখ্যানেরও ঘোষণা দিযেছেন তারা।
মন্তব্য চালু নেই