মন্ত্রীর পানির বোতলে সাপ

এক অনুষ্ঠানে গিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও স্থানীয় মূখ্যমন্ত্রী রামন সিং। তখন তাদের সামনে দেয়া্ হয় পানির বোতল। এর মধ্যে স্বাস্থ্যমন্ত্রীকে দেয়া বোতলে পাওয়া যায় একটি সাপের বাচ্চা। গতকাল বুধবার ঘটে যাওয়া এ ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

রমন সিংয়ের মেডিকেল টিমের এক নারী চিকিৎসকের নজরে বিষয়টি প্রথমে ধরা পড়ে৷ পরিবেশন করার আগে প্রতিটি খাবার পরীক্ষা করে নেয়া হচ্ছিল৷

এদিকে ওই পানির বোতলগুলো ‘আমন অ্যাকোয়া’ কোম্পানির। যার মালিক সৈয়দ আমন আলি৷ তিনি আবার বিজেপি নেতা।

এ বিষয়ে আমন বলেন, ‌এটি আমার বিরুদ্ধে এক ষড়যন্ত্র। কারণ বোতলগুলো দেয়ার আগে সিল কাটা হয়েছিল৷ আর এ সুযোগেই ইচ্ছে করে সেই পানির বোতলে সাপের বাচ্চা রাখা হয়৷



মন্তব্য চালু নেই