‘জয় আপনার মা’কে বলুন আপনি ভ্যাট দেননি’
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে উদ্দেশ্য করে আন্দোলনরত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী বলেছেন, ‘জয়, আপনি আপনার মা’কে (শেখ হাসিনা) বলুন যে আপনি যুক্তরাষ্ট্রে যেই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন সেখানে আপনি ভ্যাট দেননি।’
বৃহস্পতিবার দুপুরে রামপুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে তিনি এই আবেদন করেন। এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহারের দাবিতে তারা সকাল থেকে রামপুরা ব্রিজ সড়কে অবরোধ করেছে।
তিনি তার বক্তব্যে আরও বলেন, ‘জয় আপনি দেশের একজন সচেতন নাগরিক। আপনি আপনার মা ও মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন যে, আপনি ভ্যাট দিয়ে পড়েননি। আমাদের থেকে কেন ভ্যাট নেওয়া হচ্ছে? তাকে বলুন ভ্যাট প্রত্যাহার করতে।’
তিনি আরও জানান, ‘আন্দোলনটি কোনও সংগঠনের পক্ষ থেকে হচ্ছে না। আমরা নিজেদের বিবেক থেকে বিক্ষোভ করছি।‘ তাই সাংবাদিকদের কোনও ছাত্রের নাম উল্লেখ না সংবাদ প্রকাশের অনুরোধ জানান তারা।
এ সময় ইস্ট ওয়েস্টের অপর এক শিক্ষার্থী বলেন, ‘শিক্ষা কোনও পণ্য নয়। অর্থমন্ত্রী নিজের বাজেটের ঘাটতি পূরণের জন্য আমার বাবার বাজেটে ঘাটতি তৈরি করছেন।’
মন্তব্য চালু নেই