যুক্তরাষ্ট্রে ধরা হল ৪১৭ কেজি ওজনের কুমির!
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামা রাজ্যের এক জলাশয় থেকে আনুমানিক ৪১৭ কিলোগ্রাম ওজনের বিরাটাকৃতির কুমির ধরা হয়েছে।
এল.কমের এক প্রতিবেদনে বলা হয়, ১৪ আগস্ট ইউফোলা হৃদ থেকে ৪.১৫ মিটার দৈর্ঘে্যর এই কুমিরটি ধরা হয়।
কর্তৃপক্ষ জানায়, অ্যালাবামার মধ্যাঞ্চলে বসবাসকারী স্কট ইবানস এবং তার বন্ধু জেফ ও জাস্টিন গ্রেগ কুমিরটি একত্রে ধরেন।
ইউফোলার ডিক্সিয়ন লামবার কো’তে কুমিরটির ওজনটির মাপা হয়।
গত বছর অ্যালাবামা নদীর উপনদী মিক ক্রিকে ৪.৫৭ মিটার দীর্ঘ ৪৫৮.৮ কেজি ওজনের কুমির ধরা হয়েছিল। কুমিরটির পেটে ৫২ কেজি ওজনের একটি হরিণ পাওয়া গিয়েছিল।
মন্তব্য চালু নেই