জাপানে মার্কিন সেনা ঘাঁটিতে রহস্যময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

জাপানের সাগামিহারা শহরে যুক্তরাষ্ট্রের একটি সেনা ঘাঁটিতে এক বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে রহস্যময় এ ঘটনার কারণ এখনো জানা যায়নি।
রোববার মধ্যরাতের পর লাগা এ আগুন পরবর্তী কয়েক ঘ্ন্টার মধ্যে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন জাপানের দমকল বাহিনীর কর্মীরা, সোমবার জানিয়েছে বিবিসি।
বিস্ফোরণে বা আগুনে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সাগামিহারায় যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটির সাগামি ডেপোতে বিস্ফোরণ ও আগুন লাগার এ ঘটনা ঘটে। এলাকাটি জাপানের রাজধানী টোকিও থেকে ৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

আগুন লাগা গুদামটিতে কম্প্রেসড্ নাইট্রোজেন, অক্সিজেন ও ফ্রেয়ন গ্যাস রাখা ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী। তদন্ত করে বিস্ফোরণের কারণ বের করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

গুদামটিতে কোনো বিস্ফোরক বা ক্ষতিকর রাসায়নিকের মজুত ছিল না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

গভীর রাতে ১০-১৫ মিনিট ধরে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে স্থানীয় এক বাসিন্দা জাপানি সম্প্রচার মাধ্যম এনএইচকে-কে জানিয়েছেন।
তিনি বলেছেন, “কমলা রংয়ের স্ফুলিঙ্গ অনেক উচুঁতে উঠে যাচ্ছিল। ধোঁয়া না দেখলেও আমি গানপাউডারের মতো কিছু একটার গন্ধ পেয়েছি।”



মন্তব্য চালু নেই