প্রাণহানির আশঙ্কায় ২৪ ঘণ্টা নিরাপত্তাবলয়ে মালালা

২৪ ঘণ্টা সশস্ত্র প্রহরায় রাখতে হচ্ছে মালালা ইউসুফজাইকে। তাঁর প্রাণহানির শঙ্কা রয়েছে বলে খবর মিলতেই এই সিদ্ধান্ত নিয়েছেন গোয়েন্দারা। ফের একবার সন্ত্রাসবাদীদের টার্গেটে রয়েছেন তিনি। গুপ্তচর সংস্থা থেকে হামলার আশঙ্কার ইঙ্গিত মিলেছে। তারপরই এই সিদ্ধান্ত।

গুপ্তচর সংস্থার একটি সূত্র থেকে বলা হয়েছে, যেদিন থেকে মালালাকে খুনের প্রচেষ্টা সফল হয়নি সেদিন থেকেই তাঁর উপর হামলার চেষ্টা চলছে। তবে যত মালালার সম্মান বাড়ছে, ততই প্রাণহানির আশঙ্কা বাড়ছে বলে জানানো হয়েছে। বর্তমানে তিনি নোবেলজয়ী আর শিক্ষার প্রসারে কাজ করছেন দেশে-বিদেশে। ফলে অন্যতম টার্গেট হয়ে উঠছেন ১৮ বছরের নোবেলজয়ী। মন্ত্রীদের যে নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তাই তাঁকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

২০১১ সালে তালিবানদের গুলিতে বিদ্ধ হন মালালা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। বর্তমানে তিনি ব্রিটেনে থাকেন, সেখানেই পড়াশোনা করছেন। সম্প্রতি খুব ভাল ফলও করেছেন মালালা।



মন্তব্য চালু নেই