পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করলো ভারত

পাকিস্তানের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছে ভারত। কাশ্মিরের স্বাধীনতাকামী সংগঠন হুরিয়াত কনফারেন্সের নেতাদের সঙ্গে ভারতের পাকিস্তানি হাই কমিশনারের বৈঠকের প্রতিবাদে ওই সিদ্ধান্ত নেয় মোদি সরকার। ২৫ আগস্ট দেশ দুটির সচিব পর্যায়ের ওই বৈঠকের মাধ্যমে দেশ দুটির মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরুর কথা ছিল।

মোদির নেতৃত্বে ভারতের নতুন সরকারের সঙ্গে নতুন করে শান্তি প্রক্রিয়া শুরু করতে চেয়েছিল পাকিস্তান। এ কারণেই দেশ দুটির মধ্যে নতুন করে আলোচনার উদ্যোগ নেয়া হয়। তবে রোববার হুরিয়াত কনফারেন্সের নেতাদের সঙ্গে পাকিস্তানি কর্মকর্তার বৈঠকের পর ওই বৈঠকে বসতে অস্বীকৃতি জানায় ভারত।

এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরুদ্দিন বলেন, ‌‌‘পাকিস্তান হাইকমিশনারকে আগেই জানানো হয়েছিল যদি তারা হুরিয়াত কনফারেন্সের সঙ্গে বৈঠক করেন তাহলে ২৫ আগস্টের বৈঠক অনুষ্ঠিত হবে না।’ তিনি আরো বলেন, ‘এ প্রসঙ্গে ভারতের বক্তব্য ছিল অনেকটা এ রকম যে, হয় ভারতের সঙ্গে আলোচনা না হয় হুরিয়াতের সঙ্গে।’

ভারতের পক্ষ থেকে আলোচনা বাতিলের এ পদক্ষেপে পাকিস্তানের পক্ষ থেকে নমনীয় ভাষাতেই প্রতিবাদ জানানো হয়েছে। পাকিস্তানের পরারাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘দুই দেশের রাষ্ট্রনেতাদের পক্ষ থেকে প্রতিবেশী সুলভ ভালো আচরণ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এটা একটা বাধা।’ ওই বিবৃতিতে আরো বলা হয়, ’ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসার পূর্বে কাশ্মিরি নেতাদের সঙ্গে বৈঠক করার রেওয়াজ বহু পুরনো।’



মন্তব্য চালু নেই