উজিরপুরে সন্ত্রসীদের তান্ডব বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট!
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উজিরপুর উপজেলার কাংশি গ্রামে আঃ খালেক সরদারের ছেলে মোঃ সোহেল সরদারের পৈত্রিক বসত বড়িতে শনিবার প্রকাশ্য দিবালোকে (বেলা ১১ টায়) হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর,লুটপাট করেছে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের এলোপাথারী হামলায় গুরুতর আহত হয়েছে মোঃ সোহেল সরদার ও তার ভাই মোঃ জুবায়েত সরদার সহ আরও ৩ জন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেছে। হামলার ঘটনার সংবাদ পেয়ে উজিরপুর থানার এস আই হেমায়েত উদ্দিন সংগীয় ফোর্স সহ তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন,তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। শনিবার দুপুরে আহত মোঃ সোহেল সরদারের উজিরপুর থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ সুত্রে জানাযায় শোলক ইউনিয়নের কাংশি গ্রামের ভুমিদস্যূ,চাদাবাজ,সন্ত্রাসীদের গডফাদার সিরাজ সরদারের নেতৃত্বে সন্ত্রাসী ইমরান সরদার, রাসেল, ফয়সাল,মিলন,আঃ ছালাম,আকপাত,মোখলেছ,আমির আলী,মোঃ রনি রিয়াজ সরদার,মাছুম মল্লিক,সেলিম হাওলাদার,সুজন ঢালী সহ একাধিক সন্ত্রাসীরা দেশিয় অস্র স্বস্র নিয়ে সোহেল সরদারের বাড়িতে অতর্কিত ভাবে হামলা চালিয়ে ঘর দরজা ভাংচুর,লুটপাট করে।
এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইন চার্য মোঃ নুরুল ইসলাম পিপিএম বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে,আহতদের মধ্যে সোহেল সরদার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মন্তব্য চালু নেই