রাজধানীতে আবারও পুরুষাঙ্গ কর্তন!
রাজধানীর খিলক্ষেতের একটি বাসার নিরাপত্তা প্রহরীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন ওই বাসারই গৃহপরিচারিকা। মঙ্গলবার বিকেলের দিকে খিলক্ষেতের নিকুঞ্জ-২-এর ১৭ নম্বর রোডের ৮ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই বাসার গৃহপরিচারিকা বিকেলে বাসায় ঘুমাচ্ছিলেন। এ সময় দুলাল নামে ওই নিরাপত্তা প্রহরী বাসার ভেতরে যান।
এরপর দুলালের পুরুষাঙ্গ কেটে দেন গৃহপরিচারিকা।
পরে আনিসুর রহমান নামে তাদের এক প্রতিবেশি দুলালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আরো পড়ুনঃ
মন্তব্য চালু নেই