দুই সন্তানকে রেখে পালানোর সময় পরকিয়া জুটি গ্রেপ্তার

পরকিয়া প্রেমের টানে দুই সন্তানকে রেখে পালানোর সময় জননীকে প্রেমিকসহ নগরী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার গ্রেপ্তারকৃত দুই সন্তানের জননী হলো- বোরহানউদ্দিনের চক ডোষ এলাকার লোকমান খানের স্ত্রী শারমিন আক্তার লিজা (৩২) ও তার প্রেমিক একই উপজেলার মুলাই পত্তন এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে কামরুল ইসলাম মজনু (৩২)।

তাদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মামলা রয়েছে। ওই মামলার আসামী হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় বলে ডিবির এসআই আহসান কবির জানান।

তিনি বলেন, দুই সন্তানকে রেখে পরকিয়া প্রেমের টানে জননী লিজা প্রেমিক মজনুকে নিয়ে অজানার উদ্দেশ্যে রওনা দেয়।

গোপনে এই খবর পেয়ে তাদের নগরীর আমতলা মোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।



মন্তব্য চালু নেই