সৌদিতে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ১৩
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসের প্রদেশের আবহা শহরের একটি মসজিদে বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর আলজাজিরা ও বিবিসির।
এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছিল, ওই হামলায় ১৭ জন নিহত হয়েছে। এদের সবাই নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্য বলেও উল্লেখ করা হয়।
টেলিভিশনে বলা হয়, ইয়েমেন সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত ওই মসজিদটি নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যবহার করে থাকে।
অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা সোয়াত বাহিনীর সদস্যরা মসজিদটি ব্যবহার করে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত কোনো দল বা ব্যক্তি এ হামলার দায় স্বীকার করেনি।
মন্তব্য চালু নেই