গাদ্দাফিপুত্রের নির্যাতনের ভিডিও খতিয়ে দেখছে লিবিয়া
ক্ষমতাচ্যুত হয়ে বিদ্রোহীদের হাতে নিহত লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফিসহ অন্যান্য বন্দীদের কারাগারে নির্যাতনের ঘটনা নিয়ে প্রকাশিত একটি ভিডিও খতিয়ে দেখা হচ্ছে।
ওই ভিডিওতে দেখা গেছে, সাদি গাদ্দাফির পায়ের তালুতে কারারক্ষীরা প্রহার করছেন।
ত্রিপোলির সরকারি আইনজীবী ওই ভিডিওটির ব্যাপারে তদন্ত করছেন। ভিডিওতে যেসব কারারক্ষীদের দেখা যাচ্ছে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন তিনি।
এদিকে একটি অনলাইন সাইটে প্রকাশিত ওই ভিডিওর নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
গত বছর থেকে ত্রিপোলির একটি কারাগারে বন্দী রয়েছেন সাদি গাদ্দাফি।
যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে গত সপ্তাহে গাদ্দাফির আরেক ছেলে সাইফ-আল-ইসলামের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।
২০১১ সালে গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়ায় অরাজকতা বিরাজ করছে। দুইটি বিদ্রোহী দল লিবিয়ার নিয়ন্ত্রণ দাবি করে লড়াই করে আসছে। সূত্র : বিবিসি
মন্তব্য চালু নেই