ভারতের লোকসভায় কংগ্রেসের ২৫ এমপি বহিষ্কৃত
ভারতের উচ্চ সংসদ লোকসভায় ‘বিশৃঙ্খলা’ সৃষ্টির দায়ে কংগ্রেসের ২৫ নেতাকে ৫ দিনের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন সোমবার এ নির্দেশ দেন। খবর এনিডিটিভির।
কংগ্রেসের সংসদ সদস্যদের বার বার নিষেধ করা সত্ত্বেও তারা লোকসভায় প্লাকার্ড ও কালো ব্যাজ ধারণ করে আসেন। চলতি অধিবেশনে প্রায় প্রতিদিনই তারা এভাবে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন।
ধারাবাহিক এ ঘটনায় বিরক্ত হয়ে স্পিকার তাদের এ বহিষ্কারাদেশ দেন।
আদেশ দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পিকারকে একটু নমনীয় হওয়ার আহ্বান জানান। কিন্তু সুমিত্রা এতে সাড়া না দিয়ে সাময়িক বহিষ্কারাদেশ দেন।
একই সঙ্গে আদেশের পরপরই দিনের মতো সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন সুমিত্রা।
মন্তব্য চালু নেই