বোকো হারামের কবল থেকে ৭১ জনকে মুক্ত করেছে নাইজেরীয় সেনাবাহিনী
নাইজেরিয়ার সেনাবাহিনী অভিযান চালিয়ে বোকো হারামের কবল থেকে আরও ৭১ জনকে মুক্ত করেছে। এদের মধ্যে ২৯ জন নারী ও ২৫ জন শিশু রয়েছেন।
নাইজেরীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আইটি গুসাউ জানিয়েছেন, মাইদুগুরি থেকে ৪০ কিলোমিটার দূরে দু’টো গ্রামে মুক্তি পাওয়ারা বন্দিদশায় ছিলেন। এদের মধ্যে অভিযান চালিয়ে বুধবার ১২ জনকে ও বৃহস্পতিবার (৩০ জুলাই) ৫৯ জনকে মুক্ত করে সেনাবাহিনী।
মুক্তি পাওয়া কয়েকজন এক বছরেরও বেশি সময় বোকো হারামের হাতে বন্দি ছিলেন জানিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, অভিযানের সময় বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।
মুক্তির পর ইয়াগানা কিয়ারি নামের এক নারী একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, সেখানে প্রতিনিয়ত আমি মৃত্যুর অপেক্ষা করতাম।
এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকেও ২১ শিশুসহ ৩০ বন্দিকে বোকো হারামের কবল থেকে মুক্ত করা হয়েছে বলে জানায় নাইজেরীয় সেনাবাহিনী।
মন্তব্য চালু নেই