ইঁদুরের কারণে মাঝপথ থেকেই ফিরতে বাধ্য হলো বিমান!
দিল্লি থেকে মিলানের উদ্দেশ্যে যাত্রা করে ইঁদুরের কারনে মাঝপথ থেকে ফিরে অাসতে বাধ্য হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান।
বুহস্পতিবার এ ঘটনা ঘটে।
প্রায় ২০০ যাত্রী নিয়ে দিল্লি থেকে বহস্পতিবার ইতালির মিলানের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এআই-১২৩ বিমান। দুই ঘন্টার পথ পেরিয়ে এয়ার ইন্ডিয়ার ওই ড্রিমলাইনার যখন পাকিস্তানের আকাশে তখন বিমানের কয়েকজন কর্মী ও যাত্রীর নজরে পড়ে একটি ইঁদুর। বিমানের কেবিনে ঘোরাফেরা করতে দেখা যায় ইঁদুরটিকে।
নিয়মানুসারে, কোনও ইঁদুর পাওয়া গেলে বিমানকে অবিলম্বে অবতরণ করাতে হবে। কাজেই বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে আনতে হয় দিল্লিতে। সেক্ষেত্রেও একটা সমস্যা দেখা দেয়। মিলান পর্যন্ত ওড়ার জন্য প্রয়োজনীয় পরিমাণে জ্বালানি ছিল বিমানটিতে। কাজেই নিরাপদ অবতরণের জন্য অনেকটা জ্বালানি ফেলে দিতে হয়।
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ইঁদুর থাকার সন্দেহে বৃহস্পতিবার দিল্লি থেকে মিলানগামী বিমানটি ফিরিয়ে আনা হয়। যদিও ইঁদুর ছিল কিনা তা নিশ্চিত নয়। কিন্তু যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় বিমানটিকে ফিরিয়ে আনা হয়। ইঞ্জিনিয়ারিং দল বিষয়টির তদন্ত করছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসারে বিমানটি পরিষ্কার করা হবে।
মন্তব্য চালু নেই