জীবনের শেষ টুইট ছিল, ‘যাচ্ছি’

শিলংয়ে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে শেষ টুইটে লেখেন, শিলং যাচ্ছি… আইআইএম-এ ‘লিভেবল প্ল্যানেট আর্থ’ শীর্ষক আলোচনায় অংশ নিতে। সেই টুইটই শেষ টুইট। ফেরা হল না আর। ‘যাচ্ছি’ বলে গেলেন, আর ফিরলেন না! শিলং এই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এপিজে আব্দুল কালাম।

সোমবার দুপুর ৩টার দিকে গুয়াহাটি বিমানবন্দর থেকে যখন পায়ে হেঁটে বের হচ্ছিলেন তখনও চনমনে ছিলেন ‘ভারতের মিসাইল ম্যান’ এপিজে আব্দুল কালাম।

শিলংয়ে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টের এক অনুষ্ঠানে ভাষণ দিতে হৃদরোগে আক্রান্ত হন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম।

শিলং হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বহু চেষ্টার পরেও তাকে বাঁচাতে পারেননি ডাক্তাররা।

ভারতের একাদশতম রাষ্ট্রপতির হঠাৎ মৃত্যুতে শোকস্তব্ধ ভারতের রাজনৈতিক, বুদ্ধিজীবি, বিজ্ঞানী এবং শিক্ষক পড়ুয়া মহল। বাকরুদ্ধ শিলং।

প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের মৃত্যুতে শোক প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবদুল কালামকে তিনি পথ প্রদর্শক হিসাবে ব্যাখ্যা করলেন।

শোক প্রকাশ করছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী, আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতীন গড়কড়ি ও অর্থমন্ত্রী অরুণ জেটলি।

বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনায়করা মহান বিজ্ঞানীর মৃত্যুর খবর পেয়ে শোক বার্তা পাঠান।



মন্তব্য চালু নেই